বিভিন্ন উৎসবে বিশেষ করে গ্রামের বিয়েবাড়িতে উচ্চ স্বরে একটি গান প্রায়ই শোনা যায় : ‘আমি ডানা কাটা পরী’। এই গানটিতে অভিনয় করেছিলেন নায়িকা পরী মণি। গানটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রক্ত’ ছবির একটি গান। ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছিলেন নবাগত নায়ক রোশন। গানের শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন পরী। ছবি : জিডি পিন্টু