‘কাটাকুটি’ ০৪ জানুয়ারি, ২০১৯, ২০:০৫ আপডেট: ০৪ জানুয়ারি, ২০১৯, ২০:০৫ ‘কাটাকুটি’ নাটকের একটি দৃশ্যে তৌসিফ মাহবুব ও সাফা কবির। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন খায়রুল পাপন। আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। এতে আরো অভিনয় করেছেন রাশেদা চৌধুরী, তমাল মাহবুব প্রমুখ। ছবি : সংগৃহীত ১ / ৩ ২ / ৩ ৩ / ৩