খ্যাতিমান চলচ্চিত্রকার আমজাদ হোসেন মারা গেছেন গত বছরের ১৪ ডিসেম্বর। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি নিয়মিত ছবিতে অভিনয় করতেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’তে স্টেশন মাস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। ছবি : কাজী মনির