২০১৫ সালে ‘মহুয়া সুন্দরী’ শিরোনামে একটি ছবি নির্মাণ করেন রওশন আরা নিপা। এর গল্পটি যাত্রাদলকে কেন্দ্র করে। যাত্রাদলের প্রধান হিসেবে অভিনয় করেছেন মামুনুর রশীদ আর ছবির খল চরিত্রে অভিনয় করেন বড়দা মিঠু। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরী মণি। ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন মামুনুর রশীদ ও পরী। কবি দ্বিজ কানাই ৩০০ বছর আগে একটি পালাগান রচনা করেন ‘মহুয়া সুন্দরী’। বিখ্যাত এই পালাগান নিয়ে এর আগেও দুটি ছবি নির্মিত হয়েছে। ছবি : শাহ সুলতান