‘পাংকু জামাই’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর। আবদুল মান্নান পরিচালিত ছবিটি গত বছর ঈদে মুক্তি পায়। ছবিতে খলনায়কের পাশাপাশি কিছু কমেডি সিক্যুয়েন্সেও প্রশংসিত হন তিনি। ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন মিশা। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অপুর নায়ক হিসেবে অভিনয় করেছেন শাকিব খান। এটিই এখন পর্যন্ত শাকিব-অপুর শেষ ছবি। ছবি : রফিকুল ইসলাম রনি