সংগীতশিল্পী ইমরানের নতুন গান ‘সন্ধ্যাতারা’র মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া ও সুমিত। গতকাল রোববার সিএমভির ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন শরীফ আল দ্বীন। সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু এবং এর ভিডিও নির্মাণ করেছেন সামির উদ্দিন। শুটিংয়ের সময় ক্যামেরায় ধরা পড়ে নাদিয়া ও সুমিতের রোমান্টিক মুহূর্ত। ছবি : সংগৃহীত