চলচ্চিত্র নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলামের প্রধান সহকারী পরিচালক তারেক শিকদার। ‘হৃদয়ে দাগ’ শিরোনামের ত্রিভুজ প্রেমের এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মিম, আঁচল ও বাপ্পী। ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন মিম ও আঁচল। ছবিতে এ দুজন নায়িকা বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন। আগামী শুক্রবার ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে। ছবি : জেড এইচ পিন্টু