মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ সবসময় ভিন্নরকম গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করেন। ‘শেষ উপন্যাস’ নাটকে নারীবাদী লেখিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটি আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। জাহিদ মাহমুদের গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অর্ক মোস্তফা। মৌ ছাড়াও এতে অভিনয় করেছেন শাহদত হোসেন, সীমানা, সৌমিত্র, নিপা প্রমুখ। শুটিংয়ের সময় ক্যামেরায় ধরা পড়ে মৌয়ের মুহূর্ত। ছবি : সংগৃহীত