মুকুল নেত্রবাদী পরিচালিত ‘বউ বাজার’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। সারা দেশে ২৫টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মডেল রাহা তানহা খান। ছবির গানের শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরায় ধরা পড়েন শাহরিয়াজ-রাহা। ‘বউ বাজার’ প্রযোজনার পাশাপাশি কমেডি চরিত্রে অভিনয় করেছেন সরল হাসমত। ছবি : সুলতান