আগামীকাল ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস সামনে রেখে এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পীদের নাচের মহড়া। গতকাল মহড়ায় অংশ নেন নায়িকা আঁচল ও সানজু জন। ৪ এপ্রিল চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ করবেন তাঁরা। আঁচল ও সানজু ছাড়াও অনুষ্ঠানে নাচ করবেন একসময়কার জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনা। মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন সাদিক, জায়েদ খান, মৌমীতা মৌ, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারাও থাকবেন এই অনুষ্ঠানে। ছবি : মোহাম্মদ ইব্রাহিম