পয়লা বৈশাখ উপলক্ষে নায়ক ইমরোজ ও অভিনেত্রী সুস্মিতা সিনহা একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ‘এলো রে এলো বৈশাখ’ শিরোনামে গানটি গেয়েছেন সাইফ অমি। গানের ভিডিওর কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। পরিচালনা করেছেন বেলাল সানি। সম্প্রতি এফডিসিতে শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। ছবি : সাইফুল সুমন