বাংলা চলচ্চিত্রে মায়েদের আবেদন সব সময়ই ছিল। মাকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে একাধিক চলচ্চিত্র। একসময় রওশন জামিল, আয়শা আক্তার, রোজী আফসারী, আনোয়ারা, খালেদা আকতার কল্পনা মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। পরে মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাবানা, ডলি জহুর, রাশেদা চৌধুরী, সুচরিতা, ববিতা, রেহানা জলি। বর্তমান সময়ে অনেকেই সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মা চরিত্রের অভিনয়শিল্পী এখন খুব কম। বর্তমান সময়ে মায়ের চরিত্রে অভিনয় করছেন রেবেকা। বছরের মুক্তিপ্রাপ্ত প্রায় সব ছবিতেই মায়ের চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি ‘প্রতিশোধের আগুন’ ছবির শুটিংয়ের ফাঁকে এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন রেবেকা। ছবি : আজাদ