‘ব্রেক আপ উইথ ফেবু’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শীয়া। এখানে স্পর্শীয়ার চরিত্র ‘ফেসবুক’। প্রতীকীভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের চরিত্র ছবিতে ফুটিয়ে তুলেছেন তিনি। রিয়াদ মাহমুদ পরিচালিত চলচ্চিত্রটির শুটিংয়ের ফাঁকে এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এতে স্পর্শীয়ার বিপরীতে অভিনয় করেছেন তাওসিফ। ছবি : সাইফুল সুমন