‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক সুমিত ও নায়িকা তানহা মৌমাছি। ছবিটি পরিচালনা করেছেন রয়েল খান। ছবির শুটিংয়ের ফাঁকে এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন তাঁরা। অনিকেত আলম পরিচালিত ‘শেষ নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করেন সুমিত। তবে তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘সেদিন বৃষ্টি ছিল’। চিত্রনায়িকা তানহা মৌমাছির প্রথম চলচ্চিত্র ‘যে গল্পে ভালোবাসা নেই’। তবে তিনি রুপালি পর্দায় আসেন ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। ছবি : কামরুল ইসলাম