‘হাসপাতালে’ শাকিব-বুবলী! ০৮ জুন, ২০১৯, ১২:৪৯ আপডেট: ০৮ জুন, ২০১৯, ১২:৪৯ ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ছবিতে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেন বুবলী। এর শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন তাঁরা। এতে অভিনয়ের পাশাপাশি এটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন সুপারস্টার শাকিব খান। ছবি : আইয়ুব আকন্দ ১ / ৫ ২ / ৫ ৩ / ৫ ৪ / ৫ ৫ / ৫