ঈদকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে বড় বাজেটের ব্যয়বহুল চলচ্চিত্র ‘নোলক’। ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও নায়িকা ইয়ামিন হক ববি। ছবিতে অভিনয়ের জন্য প্রসংশিত হন শাকিব-ববি। অভিনয়ের পাশাপাশি ছবির একটি আইটেম গানে অংশ নেন ববি। এ সময় ক্যামেরাবন্দি হন এই নায়িকা। ছবি : সনেট