ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘ভালোবাসা ডটকম’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাহা তানহা খান। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। সেন্সর ছারপত্র পেয়ে ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। রাহার বেডরুমে দৃশ্য ধারণের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন। গত মার্চ মাসে ‘বউ বাজার’ চলচ্চিত্রের মাধ্যেমে অভিষেক হয় তাঁর। মুকুল নেত্রবাদী পরিচালিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মডেল রাহা তানহা খান। ছবি : সাজীদ