এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন তানজিন তিশা। প্রথমে টিভি বিজ্ঞাপনে এবং পরে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। ‘ইউ-টার্ন’, ‘সোনালী রোদ্দুর’, ‘পেন্ডুলাম’সহ অসংখ্য টিভি নাটকে কাজ করেছেন। এবারের ঈদে ‘শিশির বিন্দু-২’, ‘মি অ্যান্ড ইউ’, ‘বেস্ট ফ্রেন্ড-২’, ‘থ্যাংক ইউ’, ‘কুহক’, ‘ডিস্টার্ব’, ‘মোবাইল চোর’, ‘শেষ বিকেল’, ‘মায়া’, ‘ক্রেজি লাভার’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিশা। সামাজিক মাধ্যমে তিশার রয়েছে অসংখ্য ভক্ত। নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ার করেন নানা মুহূর্তের ছবি। সেসব নজর কাড়ে নেটিজেনদের। ছবি : সংগৃহীত