মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘অবতার’। মাহমুদ হাসান শিকদার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহি। তাঁর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রুশো। আগামী ১৩ সেপ্টেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। ছবির আইটেম গানের শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন আবেদনময়ী মাহি। ছবি : হাসান