পপ, রক, ধ্রুপদি সংগীতসহ প্রায় সব ধরনের গানেই স্বাচ্ছন্দ্য বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার। নিয়মিত স্টেজে পারফর্ম করেন। ২০১২ সালে একটি বেসরকারি টেলিভিশনের গানভিত্তিক শো ‘পাওয়ার ভয়েস’-এ অংশগ্রহণ করে রানার্সআপ হন। সেই থেকে প্রচারের আলোয় তিনি। ‘গাঙচিল’, ‘লাগ ভেলকি’, ‘বাঁকা চোখ’, ‘তোমায়’, ‘শুভ নববর্ষ’সহ বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। অনেক মিক্স অ্যালবামে প্রকাশিত হয়েছে তাঁর গান। বেশ কিছু চলচ্চিত্রেও গেয়েছেন। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন এ সংগীত-তারকা। ছবি : শামছুল হক রিপন