ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে টিভি নাটকে জনপ্রিয় মুখ তানজিন তিশা। ‘আপন কথা’, ‘প্রেমহীনা প্রেমিকা’, ‘পুরুষের কান্না’, ‘ভালোবাসায় ভরা এক বিকেল’, ‘সে বৃষ্টি ভালোবাসে না’সহ দেড়শটিরও বেশি নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী। কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। সম্প্রতি আকাশি রঙের পোশাকে ক্যামেরাবন্দি হন এই মিষ্টিকন্যা। চোখে দুষ্টুমি। কপালে ছোট্ট টিপ আর আদুরে অবয়বে মুহূর্তবন্দি তিশা। ছবি : শামছুল হক রিপন