বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ আরিফিন শুভ। শুরুটা মডেলিং দিয়ে। এরপর টিভি শো। পরে চলচ্চিত্র দুনিয়ায়। ২০১০ সালে ‘জাগো’ দিয়ে ঢালিউডে অভিষেক হলেও ‘তারকাঁটা’ ও ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেপ্রেমী ও চলচ্চিত্রবোদ্ধাদের মন জয় করেন। ‘মুসাফির’ ও ‘ঢাকা অ্যাটাক’ শুভকে তারকাখ্যাতি এনে দেয়। ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘সাপলুডু’। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন শুভ। ধূসর রঙের ফ্যাশনেবল ছেঁড়াফাটা পোশাক আর রোদচশমায় দারুণ লাগছিল এ তারকাকে। ছবি : শামছুল হক রিপন