ছোটপর্দার জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া বহু নাটকে অভিনয় করেছেন ভাবনা। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্র ভাবনাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। সম্প্রতি সাদা কামিজ, আকাশী ওড়না আর ছোট্ট লাল টিপে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। আদুরে ভাবনার চোখের ভাষাও ছিল মনোগ্রাহী। ছবি : শামছুল হক রিপন