মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘আব্বাস’। পুরান ঢাকার ছেলে আব্বাসের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার গল্প দেখা যাবে এতে। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন। তাঁর বিপরীতে রয়েছেন নবাগত সূচনা আজাদ ও অভিনেত্রী সোহানা সাবা। এই ছবির মধ্য দিয়ে সূচনা আজাদের সূচনা হয় চলচ্চিত্রে। বর্তমানে মিউজিক ভিডিও, নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন সূচনা। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন তিনি। ছবি : সাইফুল সুমন