পরীক্ষায় উপস্থিতিতে মেয়েরা পিছিয়ে
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রীর সংখ্যাই তিন হাজার ৯২৭ জন। প্রতিটি বোর্ডেই অনুপস্থিতির তালিকায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি।
চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা দেখে এ তথ্য পাওয়া গেছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। পরীক্ষায় অংশ নেয়নি পাঁচ হাজার ৯৪১ জন। দাখিল পরীক্ষায়ও অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মেয়েরা এগিয়ে আছে।
এসএসসি ও দাখিল পরীক্ষায় ঢাকা বোর্ডে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৯ জন। এর মধ্যে ছাত্রী ৬৬৯, ছাত্র ৪০০ জন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৭৮৩ জন। এর মধ্যে ছাত্রী ৪৯৫, ছাত্র ২৮৮ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫০১ জন। এর মধ্যে ছাত্রী ৪০০, ছাত্র ১০১ জন। যশোর বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪১২ জন। এর মধ্যে ছাত্রী ২৬৫, ছাত্র ১৪৭ জন। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬৫ জন। এর মধ্যে ছাত্রী ১১৬ জন, ছাত্র ৪৯ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৬১ জন। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ২১৯ জন। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ১৪২ জন। সিলেট বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬৪। এর মধ্যে ছাত্রী ১৩২ জন, ছাত্র ৩২ জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৫০ জন। এর মধ্যে ছাত্রী ৩৫২, ছাত্র ২৯৮ জন।
এ বছর দাখিল পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮৩৬ জন। এর মধ্যে ছাত্রী একে হাজার ২৭৯, ছাত্র ৫৫৭ জন।