পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায় : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘পুলিশ তদন্ত করতে গিয়ে মামলায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে প্রতিবেদন দিয়ে থাকে। এতে অপরাধীরা পার পেয়ে যায়।’
আজ সোমবার গোপালগঞ্জ জেলা জজ আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুডিসিয়াল কনফারেন্সে’ প্রধান বিচারপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘পুলিশকে মামলার সঠিক তদন্ত করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করতে হবে। মামলায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে প্রতিবেদন দেওয়ায় মামলা ক্ষতিগ্রস্ত হয় এবং অপরাধীরা পার পেয়ে যায়। ১৬১ ধারায় জবানবন্দি নেওয়ার সময় পুলিশকে আরো যত্নবান হতে হবে।’
প্রধান বিচারপতি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দরিদ্র, কৃষক-শ্রমিক, খেঁটে খাওয়া মানুষের জন্য কাজ করে গেছেন। আপনারাও দরিদ্র মানুষের দিকে নজর দেবেন। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এর আগে সকালে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ও বিচারিক হাকিম আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।