প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র প্রচার, ছাত্রলীগের সাবেক নেতা আটক
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রচারের অভিযোগে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা আজহারুল ইসলাম অরুণকে আটক করেছে মডেল থানার পুলিশ। গতকাল রোববার রাতে জেলা শহরের চকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুল আলম বলেন, প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র ফেসবুকে প্রচার করায় জেলা শহরের নাগড়া গ্রামের আজহারুল ইসলাম অরুণকে চকপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অরুণের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।