নামাজ নিয়ে ইফার ফতোয়ায় ক্ষোভ
চেয়ারে বসে নামাজ আদায় বৈধ নয় বলে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ফতোয়া জারি করায় বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। ইসলামপন্থী কয়েকটি সংগঠন এ ফতোয়াকে ভুল বলেছেন। তাঁরা বলছেন, এই ফতোয়ার কারণে বয়স্ক ও অসুস্থরা নামাজ পড়া ছেড়ে দেবেন।
ইসলামিক ফাউন্ডেশন গত রোববার ফতোয়া জারি করে। এতে বলা হয়, নামাজ আদায়কারীদের অবশ্যই জায়নামাজ ব্যবহার করতে হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে জানান, সংবাদ মাধ্যমে এই খবর দেখে তিনি ‘স্তম্ভিত’ হয়েছেন। বিরোধী জোটে থাকা ইসলামিক সংগঠনগুলোও এই ফতোয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
ইসলামী চিন্তাবিদদের একটি সংগঠন এক বিবৃতির মাধ্যমে এই ‘ভুল ও কাল্পনিক ফতোয়ার বিরুদ্ধে জোর প্রতিবাদ’ জানিয়েছে।
ফতোয়ার ইসলামী ঐক্যজোটের সভাপতি আব্দুল লতিফ নেজামী বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই মসজিদে নামাজের সময় চেয়ার ব্যবহার হয়ে আসছে।’
ঐতিহ্যগতভাবেই মুসলমানরা মেঝেতে হাঁটু গেড়ে বসে নামাজ আদায় করেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের প্রায় পাঁচ লাখ মসজিদে বয়স্ক ও অসুস্থদের চেয়ারে বসে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।
সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের প্রধান শামীম আফজাল এএফপিকে জানান, মহানবী (সা.) ও তাঁর সাহাবিদের পথ অনুসরণ করে এবং দীর্ঘদিনের রেয়াজ অনুযায়ীই তাঁরা এই ফতোয়া জারি করেছেন।
আফজাল বলেন, ‘চেয়ার মসজিদের সৌন্দর্য নষ্ট করে। ভারতেও এভাবে নামাজ আদায় বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মহানবী (সা.) চেয়ারে বসে নামাজ আদায় করেছেন এ রকম কোনো দৃষ্টান্ত নেই।