কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগে জুয়েল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ২৬ মে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা হওয়া পণ্যবাহী কাভার্ডভ্যানকে চান্দিনা এলাকায় ছিনতাই করে জুয়েল।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে খুলনার মংলাগামী প্লাস্টিকের দানাবাহী একটি কাভার্ডভ্যানের (ঢাকা-ই-১৪-০২৫০) চাকা গত ২৬ মে চান্দিনার কুটুম্বপুরে ফুটো হয়ে যায়। গাড়িটি মেরামত করার পরই একটি মাইক্রোবাসে কয়েকজন এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। পরে কাভার্ডভ্যানের চালক ও তাঁর সহকারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে কাভার্ডভ্যানটি নিয়ে চলে যায়। চালক ও তাঁর সহকারীকে চান্দিনার হাড়িখোলা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সাজেদুল আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার রাতে জুয়েলকে চট্টগ্রামের হালিশহর থেকে আটক করে চান্দিনা থানায় নিয়ে আসা হয়। জুয়েল এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলে জানান সাজেদুল। তিনি আরো জানান, জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রামের হালিশহর থানায় মাদক ও নারী নির্যাতনের দুটি মামলা রয়েছে। জুয়েল কিশোরগঞ্জ জেলার কুমারছড়া গ্রামের বাসিন্দা।
এদিকে, ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি গত ৩১ মে ঢাকার কাঁচপুর নাসা গার্মেন্টের পাশে পরিত্যক্ত অবস্থায় ফেলে যায় ছিনতাইকারীরা। ভ্যানটিতে কোনো পণ্য ছিল না। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি কাভার্ডভ্যানটি উদ্ধার করে নিয়ে যায়।
ওই কাভার্ডভ্যানটির মালিক চট্টগ্রামের কদমতলীর আজমীর ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী হাজি আবু তাহের। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা মে মাসের ২৫ তারিখ রাত ১২টায় খুলনার মংলা ইপিজেডের উদ্দেশে পণ্য পাঠাই। পথে কুমিল্লার চান্দিনায় ২৬ মে রাতে গাড়িটি ছিনতাই হয়।’ এ ঘটনায় পণ্য আদান-প্রদানে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন আবু তাহের।