চান্দিনায় পেট্রলবোমা হামলায় মাদ্রাসা অধ্যক্ষ আটক
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় জড়িত সন্দেহে নেছার উদ্দিন (৪৫) নামের এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে চান্দিনার সাতগাঁও এলাকা থেকে নেছার উদ্দিনকে আটক করেন চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন।
নেছার উদ্দিনের বাড়ি কুমিল্লার সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। তিনি চান্দিনা উপজেলার সাতগাঁও নেছারিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ।
আটকের পর চান্দিনায় থানায় ওই মাদ্রাসার সভাপতি আবদুল খালেকের সাথে কথা হয়। তিনি জানান, প্রায় তিন বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন নেছার উদ্দিন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী এনটিভি অনলাইনকে জানান, ২ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নেছার উদ্দিনকে আটক করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের সৈয়দপুর এলাকায় গাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
২ জুন (মঙ্গলবার) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট ও পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চান্দিনা থানার পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। ওই ঘটনায় পুলিশ উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ১০ জনকে আটক করেছে।