এবার রাজধানীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
এবার রাজধানীতে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করলেও ‘মূল হোতাকে’ আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হচ্ছে পশ্চিম শেওড়াপাড়ার নেওয়াজ শরীফ (২২), সোহেল (৩২) ও রকি।
ধর্ষণের শিকার ঢাকা সিটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী, তাঁর বাসা রাজধানীর বাড্ডা এলাকায়। এ ঘটনায় মিরপুর থানায় ধর্ষণের মামলা হয়েছে। কলেজছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ বলেন, কলেজছাত্রীর সাব্বির নামের এক বন্ধু তাঁকে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকে আরো চারজন ছিল।
এর মধ্যে শাওন নামের একজন ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে এবং রকি তা ভিডিও করে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
বিকেলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে বার্তা সংস্থা ইউএনবিকে জানান অভিযানে নেতৃত্বদানকারী উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন। তিনি বলেন, ‘তবে মূল হোতা শাওন ও কলেজছাত্রীর বন্ধু সাব্বিরকে আটক করা যায়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক।’
নেওয়াজ শরীফ ধর্ষণের ঘটনার ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কলেজছাত্রীর কাছে টাকা দাবি করে। সোহেল বাসাটির মালিক।
গত মাসে রাজধানীতে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গণধর্ষণের ঘটনা ঘটে।