নারায়ণগঞ্জে ট্রেন-লেগুনা সংঘর্ষ, নিহত ৫
নারায়ণগঞ্জের পাগলায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি লেগুনার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
আজ সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি পাগলা এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় চলন্ত লেগুনার সঙ্গে ধাক্কা খায়। এ সময় লেগুনাটি দুমড়েমুচড়ে কয়েক গজ দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান এক যাত্রী।
ওসি আরো জানান, দুর্ঘটনায় আহত হন অন্তত আটজন। গুরুতর অবস্থায় নারীসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।