সাংবাদিক বালুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর বালুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকালে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ ছাড়া খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক জন্মভূমি, বালু স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবার আলাদা আলাদা কর্মসূচি পালন করে।
২০০৪ সালের ২৭ জুন নিজ পত্রিকা অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় তৎকালীন খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর বালু নিহত হন।