বিদ্যুতের দাম কমানোর দাবি বিএনপির
কুইক রেন্টালের সুবিধা দলীয় লোকদের না দিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই দাবি জানান।
এ সময় জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট পাসের আগে এ বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল পাওয়ার কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান।
এ ছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচারকদের বেতন স্কেল বাড়ানো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর অতিরিক্ত ১০ শতাংশ কর কমিয়ে জনগণের বাজারমূল্যের সঙ্গে সংগতিপূর্ণ বাজেট পাসের আহ্বান জানান আসাদুজ্জামান রিপন।