মংলায় এনটিভির যুগপূর্তি উদযাপিত
মংলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির যুগপূর্তি উৎসব। এ উপলক্ষে শুক্রবার স্থানীয় প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতেই কেক কেটে যুগপূর্তি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা তাদের বক্তৃতায় এনটিভির নিরপেক্ষ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান পরিবেশনের প্রশংসার পাশাপাশি এর সফলতা কামনা করেন।
সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তার আগে দেশ ও জাতির সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।