সুশাসনের অভাবে বিদেশিরা তহবিল সরাচ্ছে
সুশাসনের অভাবে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প থেকে উন্নয়ন সহযোগীরা বিনিয়োগ সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
urgentPhoto
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন। তাঁর মতে, সুশাসনের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ।
আসাদুজ্জামান রিপন বলেন, “দাতারা একটি কথা সব সময়ই বলে, ‘দিস ইজ আওয়ার ট্যাক্স পেয়ারস মানি (এটা আমাদের করদাতাদের টাকা)’।”
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘উন্নয়ন সহযোগীরা একটি কথা বলে থাকে, তাদের এক ধরনের দায়বদ্ধতার মধ্যে পড়তে হয়। তাদের বলতে হয় তোমরা কোন দেশে, কোন ব্যবস্থায় সেখানকার সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক আবহটা কেমন ছিল। সেখানে সুশাসনের অভাব ছিল কি না বা কোন কারণে প্রজেক্ট ফেইল (ব্যর্থ) করছে অথবা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। অথবা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে হার্ডলসগুলো (প্রতিবন্ধকতা) কী কী, অবস্ট্রাকশনগুলো (বাধা) কী কী, এগুলো তারা জানতে চায়।’ তিনি আরো বলেন, ‘তাদের (উন্নয়ন সহযোগীদের) এই ইন্ডিকেটরগুলো (সূচক) একের পর এক বাড়তে থাকে, তখন একপর্যায়ে তারা গুটিয়ে নেয়। মূলত এটা নন-গভর্নেন্সের (সুশাসনের অভাব) কারণে।’