ইফতারির সময় পুলিশকে ফাঁকি দিয়ে দুই আসামি চম্পট
ইফতারির সময় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে দুই আসামি পালিয়ে গেছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পলাতক আসামিরা হলেন কুমিল্লার কোতোয়ালি থানার আড়াইউরা এলাকার তারেক (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের ইয়াসিন (২০)।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পাঁচ দিন আগে আহত অবস্থায় তারেককে কুমেকের কারাওয়ার্ডে আনা হয়। রোববার বিকেলে নিয়ে আসা হয় ইয়াসিনকে। দায়িত্বরত পুলিশ সদস্যদের দাবি, সন্ধ্যায় ইফতারের সময় হাসপাতালের ভেন্টিলেটর ভেঙে পুলিশি হেফাজত থেকে ওই দুজন পালিয়ে যান।
এ ঘটনার পরপর কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমসহ কারা ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি খোরশেদ আলম বলেন, ‘যেভাবেই পালিয়ে যাক না কেন, দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি বলেন, ‘ইফতারি খাওয়ার যে সুযোগটা, ইফতারি খাওয়ার যে সময়টা পুলিশকে বোকা বানিয়ে তারা দুজন চম্পট দিছে। আমাদের যারা পুলিশ দায়িত্বে ছিল, তারা বলছে যে ভেন্টিলেটর দিয়ে পাস হয়ে গেছে। ওখানে যাওয়ার মতো অবস্থা আছে, আমি দেখেছি। এটা আমাদের পুলিশেরই, যারা এখানে দায়িত্বে ছিল, তাদের অবহেলা আছে। তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি।’
খোরশেদ আলম জানান, জেলা পুলিশের চার জন কনস্টেবল শহীদ, সালাহ উদ্দিন, নাজমুল, সাইফুল এবং কারা পুলিশের তিনজন হাবিলদার আবদুর রাজ্জাক, শাহজাহান ও আবদুল মালেক ঘটনার সময় দায়িত্বে ছিলেন।