ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করল কে?
যদি জানতে চান, কে আপনাকে ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করেছে, তবে এ বিষয়ে সাহায্য করতে এবার একটি অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে আপনার জন্য।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব এক প্রতিবেদনে জানিয়েছে, ‘হু ডিলিটেড মি অন ফেসবুক’ নামে এমনই এক অভিনব অ্যাপ তৈরি হয়েছে, যা আপনার ফ্রেন্ডলিস্ট ট্র্যাক করে জানাবে—কে তার ফ্রেন্ডলিস্ট থেকে আপনাকে রিমুভ করেছে। তবে উইন্ডোজ অপারেটিংয়ে চালিত ফোনগুলোতে এই সুবিধা থাকবে না। অ্যাপটি চলবে শুধু আইওস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।
ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করা বা হওয়া নিয়ে প্রায় সব ব্যবহারকারীকেই কিছু অদ্ভুত অভিজ্ঞতার শিকার হতে হয়। হয়তো আপনি আপনার ফ্রেন্ডলিস্টে কাউকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কোনোমতেই তাকে পাওয়া যাচ্ছে না। আবার সার্চ দিলে তার আইডির অস্তিত্ব ঠিকই পাওয়া যাচ্ছে। তখন আপনি বিভ্রান্ত হতে পারেন আসল ঘটনা নিয়ে। সে কি আপনাকে আসলেই রিমুভ করল, নাকি সে ফেসবুক একবার ছেড়ে দিয়ে আবার ফিরে এসেছে?
এ ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত করতেই এবার অ্যাপটি এগিয়ে এসেছে। এবার কেউ রিমুভ করেছে কি না তার উত্তর যেমন মিলবে, এমনকি নিজ থেকেও অ্যাপটি আপডেট দেবে—কে আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে মুছে ফেলল। অথচ ফেসবুক এখনো এ ধরনের কোনো সুবিধা ব্যবহারকারীদের জন্য চালু করেনি।
অ্যাপটি অনেকটা কাজ করবে টুইটারের বিখ্যাত অ্যাপ ‘হু আনফলোড মি’-এর মতো করেই। তবে অ্যাপটি ডাউনলোড করার পর আশা করবেন না, অতীতে কে কে আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করেছিল তার সব বৃত্তান্ত নিয়ে সে আপনার সামনে হাজির হবে। শুধু অ্যাক্টিভেট করার পর থেকেই অ্যাপটি আপনার ফ্রেন্ডলিস্ট ট্র্যাক করা শুরু করবে।