গুলিতে বাংলাদেশি নিহত, বিএসএফের অস্বীকার
লালমনিরহাটে সীমান্ত এলাকা থেকে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফের গুলিতে’ প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। তবে পতাকা বৈঠকে বিষয়টি স্বীকার করেনি বিএসএফ।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত ওই যুবকের নাম আবু সায়েম। তাঁর বাড়ি পাশের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামে।
সায়েমের বাবা সোহরাব হোসেন বলেন, তাঁর ছেলে সীমান্ত এলাকা থেকে গরু আনতে গিয়েছিল।
বিজিবি ও নিহতের পরিবার জানায়, সায়েম কয়েকজনসহ ওই সীমান্তের ৯১৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাবপিলারের কাছে যান ভারত থেকে পাঠানো গরু আনতে। এ সময় ভারতের পশ্চিম চামটা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল কাঁটাতারের এপারে নো ম্যান্স ল্যান্ডে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সায়েম।
বিষয়টির প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এতে সাড়া দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠক বসে। তবে বৈঠক থেকে ফিরে মোগলহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার আবদুস সামাদ সাংবাদিকদের জানান, ঘটনার দায় স্বীকার করেনি বিএসএফ।
এদিকে, লাশের ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের মর্গে পাঠানো হচ্ছে।