জুয়া-ক্যাসিনোতে আটক ব্যক্তিরা আগে বিএনপি করত : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, অপরাধীর কোনো দল নেই। সে যেই দলেরই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। ঢাকার মতো সারা দেশেও মাদক, জুয়া বা দুর্নীতিবাজদের খোঁজ পেলে অভিযান চালানো হবে।
আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।
এ সময় হানিফ আরো বলেন, দেশে জুয়া ক্যাসিনো ব্যবসা বিএনপি চালু করেছে। এখনো যারা আটক, সবাই আগে বিএনপি করত। তবে আওয়ামী লীগের নাম বা ছত্রছায়ায় যারা এসব করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব সন্ত্রাসীদের আওয়ামী লীগে এনেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের নেতারা।
পরে দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দেন তারা।