সুনামগঞ্জে শিশু তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামের পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংস হত্যায় দোষীদের ‘দ্রুত বিচার আইনে’ মামলা নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল হামিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটি নির্মম ও বর্বর। এটি পশুত্বকেও হার মানিয়েছে। তুহিনকে নৃংশসভাবে হত্যার দায়ে যদি বাবা-চাচার দোষী প্রমাণিত হয় তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর দেখতে না হয়। সেই সঙ্গে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আইনের আওতায় আনার দাবি জানান।