সুনামগঞ্জে শত শিশুর লাগানো চারায় ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ফুলের বাগান করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’। ১০০ শিশু শিক্ষার্থী বিভিন্ন জাতের ফুলের চারা লাগিয়ে এই বাগান সৃজন করে।
আজ মঙ্গলবার দুপুরে এই বাগানের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় তিনি নিজেও একটি ফুলের চারা রোপণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের প্রতিটি জেলায় একটি করে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’ তৈরি করা হচ্ছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১০০টি ফুলের চারা লাগিয়ে এই বাগান করা হয়েছে।
সুনামগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী একটি করে ফুলের চারা রোপণ করে। প্রতিটি চারার পাশে নিজেদের নাম লেখা রয়েছে।
বঙ্গবন্ধু পুষ্পকাননের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল নিতাই, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, নাট্য ব্যক্তিত্ব দেওয়ান গিয়াস চৌধুরী, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার ঘোষ ও সুবর্ণা দে প্রমুখ ।