ধর্মীয় উসকানির অভিযোগে মেহেরপুরে যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় ধর্মীয় উসকানি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মাসুম বিল্লাহ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাতেই গাংনী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার মাসুম বিল্লাহ উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মাসুম বিল্লাহকে ধর্মীয় উসকানিমূলক অপপ্রচার, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দেওয়া, রাষ্ট্রের সুনাম ক্ষতি করে প্রচারকাজ চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিৎ জানান, শ্বশুরবাড়ি থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।