‘বুলবুল’-এর প্রভাবে সুনামগঞ্জের হাওরে নৌকাডুবিতে নিহত ১
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌকাডুবিতে বাবুল মিয়া (৩৬) নামের একজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার সুন্দরপুর হাওরে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সুন্দরপুর বিলে একটি নৌকা নিয়ে বিল পাহারা দিচ্ছিলেন বাবুল মিয়াসহ ছয়জন। এ সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সোমবার ভোরে হঠাৎ করে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবুল মিয়া নৌকার নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যান।
বাবুল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জামালগঞ্জের সুন্দরপুর হাওরে রাতে বিল পাহারার সময় ঘূর্ণিঝড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় বাবুল মিয়া নিহত হন। আমরা তার লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’