ঢাকায় এসেছিলেন কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক দেব। আগামী শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘পাসওয়ার্ড’। ছবিটির প্রচারণার জন্য ২৬ নভেম্বর দুপুরে ঢাকায় এসেছিলেন তিনি। সন্ধ্যায় ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় অংশ নেন। সঙ্গে ছিলেন ছবির নায়িকা রুক্মিণী মৈত্র। ২০০৫ সালে প্রবীর নন্দীর ‘অগ্নিশপথ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান। এর পর একে একে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেব অভিনীত হিট ছবির মধ্যে রয়েছে ‘চ্যালেঞ্জ’, ‘জ্যাকপট’, ‘পাগলু’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘পাগলু টু’ ও ‘চ্যালেঞ্জ টু’। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘চাঁদের পাহাড়’। ছবি : শামছুল হক রিপন