বাংলাদেশের র্যাম্প মডেলিংয়ে আলোচিত নাম শাবনাজ সাদিয়া ইমি। ২০ বছর ধরে এই অঙ্গনে রাজত্ব করছেন। বিজ্ঞাপনচিত্র, বিলবোর্ড ও বিনোদন পত্রিকার প্রচ্ছদে তাঁর নানা ভঙ্গির উপস্থিতি অসংখ্য তরুণ-হৃদয়ে দোলা দিয়েছে। অভিনয় ও উপস্থাপনাও করেছেন ইমি। লম্বা গড়ন আর মোহময়ী ভঙ্গির ইমির ভক্তসংখ্যা অগণিত। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন ইমি। আর ক্যামেরাবন্দি হন চিরচেনা আবেদনময়ী রূপে। পরেছিলেন কালো জিন্স আর ধূসর টপ। চোখে ছিল রোদচশমা। ছবি : শামছুল হক রিপন