বিয়ের দিনক্ষণ নিয়ে লুকোচুরি চলছিল অনেকদিন ধরে। আগামী বছরের মার্চে বিয়ে হতে যাচ্ছে বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতের পরিচালক সৃজিত মুখার্জির—এমন গুঞ্জনের মধ্যেই হুট করে বিয়ে করে ফেললেন তাঁরা। চমকের বাকি অংশটুকু দেখাতে বিয়ের পরদিনই মধুচন্দ্রিমায় দুজনে উড়ে গেছেন সুইজারল্যান্ডে। জীবনসঙ্গীকে পাশে পেয়ে সেখানে বেশ জম্পেশ সময় কাটছে মিথিলার। চেনা মুখের সঙ্গে অচেনা ক্যাম্পাস—দুইয়ে মিলিয়ে এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তাঁর জন্য। সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবেন মিথিলা। সেখান থেকে একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিথিলা-সৃজিত। এক ঝলকে দেখে নিন সেই ছবিগুলো। ছবি : সংগৃহীত