মডেল ও অভিনেত্রী সূচনা আজাদ। সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ চলচ্চিত্র দিয়ে রুপালি জগতে প্রবেশ। এ ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। সম্প্রতি সূচনা চুক্তিবদ্ধ হয়েছেন ‘কানামাছি’ ছবিতে। অঞ্জন আইচ পরিচালিত এ ছবিতে সূচনার নায়ক মডেল-অভিনেতা ইমন। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন এ সুন্দরী। পরেছিলেন নীল অফশোল্ডার টপ। এক নজরে দেখে নিন সূচনার বিভিন্ন ভঙ্গির বেশ কয়েকটি স্থিরচিত্র।