সৃজন বিদ্যাপীঠের বর্ণাঢ্য পুনর্মিলনী
সুনামগঞ্জ শহরের শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন বিদ্যাপীঠের ১৫ ব্যাচের শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গান, নাচ, আবৃত্তি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা আয়োজনে দিনব্যাপী পালিত হয় অনুষ্ঠানটি।
আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরীন ডলি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এনাম আহমদ, সিনিয়র শিক্ষক মোত্তাকীন রহমান চৌধরী, শিক্ষক দেওয়ান গিয়াস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রীনা ঘোষ, রিতু নাথ, উমা ভট্টাচার্য, রাম জয়, পদ্মা দাস, শ্যামলী ভট্টাচার্য, ফারজানা সুলতানা মিন্নাত, তানজিম তামিম হাসান শিপু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পড়ালেখা করে ভালো ডিগ্রি নিয়ে নিজের পরিবার, দেশ সর্বোপরি মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। এক অনন্য উচ্চতায় নিজেদের নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে পুরোটা সময় মাইক্রোফোন হাতে মাতিয়ে রাখেন দূর্বার শামিত আদি ও তাসনোভা তাসনিম তূশী।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারদীয়া পাল, শায়রা হোসেন ম, শ্রেয়া চৌধুরী, শাহরিয়ার আনান, রাভিদ আহমদ, রম্য পাল, নাবিল চৌধুরী, অভিষেক রায় অর্ঘ। কবিতা আবৃত্তি করেন দূর্বার শামিত আদি, শায়রা হোসেন ম। নৃত্য পরিবেশন করেন রূপকথা পাল, ফারিহা পাঠান পাম্মি।
পরে বিকেলে দ্বিতীয় পর্বে ২০১৯ সালের পিএসসি পরীক্ষায় অংশ নেওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজকদের মধ্যে ইফতেখার মাহমুদ চৌধুরী, নাবিল নূর, জাহেদা পাঠান পাম্মি, মিতা, সাইফ মাহমুদ, মাইশা, নিশাত, কৌশিক, তন্ময় ও মৌ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের প্রিন্সিপাল জাকিয়া নাসরীন ডলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ। এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক ও আবৃত্তিকার রুনা শাহীন আরা লেইছ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামগঞ্জের শিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে। প্রায় প্রতি বছরই এই বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মেধা তালিকায় স্থান করে নেয়। সৃজন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করছে।
দীপক রঞ্জন আরো বলেন, আজকে এই শিক্ষার্থীদের এমন নান্দনিক আয়োজন প্রমাণ করে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সংগীত, নৃত্য, আবৃত্তিতেও পারদর্শী। এ ছাড়া জাতীয় পর্যায়ে পুরস্কারও লাভ করছে। তিনি শিক্ষার্থীদের ভালো মানের, মাননম্মাত শিক্ষা লাভ করে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।