চেক জালিয়াতি করে চাকরি গেল ইবি কর্মকর্তার
চেক জালিয়াতির মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের শাখা কর্মকর্তা আব্দুল হালিমকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ জেলা আদালতে চেক জালিয়াতির মামলার সাজা হওয়ায় তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ক্যাম্পাসের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শাখা কর্মকর্তা আব্দুল হালিমকে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি অনুযায়ী আব্দুল হালিমকে চাকরিচ্যুত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আব্দুল হালিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে ওই কর্মকর্তার নথিপত্র পাঠানো হবে।’